সহীহ্ তা’লীমুল কুরআন ফাউন্ডেশন

দলমত নির্বিশেষে কুরআন শিখব এক সাথে

আজীবন সদস্য

ফাউন্ডেশনের কল্যাণার্থে যারা এককালীন কমপক্ষে এক লক্ষ বা তদূর্ধ টাকা সহীহ তা’লীমুল কুর্ফআন উন্ডেশনের তহবিলে দান করবেন, তারা উক্ত ফাউন্ডেশনের আজীবন সদস্য হবেন।

দাতা সদস্য

যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে পঞ্চাশ হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের দাতা সদস্য হবেন।

দাতা ও আজীবন সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।
সদস্য হওয়ার নিয়ম:
  • ফাউন্ডেশনের সকল সদস্যকে অবশ্যই কুরআন ও সুন্নাহর অনুসারী এবং শিরক ও বিদআত থেকে মুক্ত হতে হবে।
  • সদস্য ফি বাবদ প্রদেয় অর্থ হালাল হতে হবে।
  • নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
উপরিউক্ত শর্ত সাপেক্ষে যে কোনো নারী-পুরুষ উক্ত ফাউন্ডেশনের দাতা বা আজীবন সদস্য হতে পারবেন।
তাছাড়া কুরআন শিক্ষার প্রচার-প্রসারে লক্ষ্যে সামর্থ অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থও দান করা যাবে।
সার্বিক যোগাযোগ ও সহযোগীতার জন্য 01977610673 (mobile, whatsapp, imo, telegram)