বিশ্বব্যাপি ফ্রি কুরআন শিক্ষা
বিশ্বের লক্ষ্য-কোটি মানুষকে সম্পূর্ণ ফ্রিতে কুরআন শিক্ষার মহৎ উদ্দ্যোগ গ্রহণ করা হয়। দলমত নির্বিশেষে কুরআন শিখব এক সাথে এই শ্লোগান নিয়ে ডিজিটাল সিস্টেমে কুরআন শিক্ষার প্রচার প্রসার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই প্রকল্পে কুরআন শিক্ষার ভিডিও কন্টেন্ট তৈরি করে বিভিন্ন টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়াতে নিয়মিত প্রচার প্রসার করা হচ্ছে। যার মাধ্যমে মানুষ ঘরে বসেই কুরআন শিখতে পারছে।
কুরআন শিক্ষার বই ও কুরআন বিতরণ কর্মসূচী
কুরআন শিক্ষার প্রচার প্রসারের লক্ষ্যে ব্যক্তিপর্যায়, মাদ্রাসা, সরকারী-বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনকে কুরআন শিক্ষায় বিভিন্ন বই সহ কুরআন বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়। যার মাধ্যম আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনামূল্যের কুরআন শিক্ষার বই ও কুরআন পেয়ে উপকৃত হয়।
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
সীমিত পরিসরে ত্রাণ সামগ্রী যেমন: শুকনো খাবার, চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, লবনসহ অতি গুরুত্বপূর্ণ দ্রব্য সামগ্রী বাংলাদেশের উত্তরাঞ্চলসহ দেশের বন্যাকবলিত জেলাগুলোতে প্রতি বছরই ত্রাণ কার্যক্রম ও দুর্দশাগ্রস্ত-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে থাকে।
এতিমদের লালন-পালন ও শিক্ষাদান
সহীহ্ তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সচ্ছল ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এতিম শিশুদের দায়িত্বভার গ্রহণ করে থাকে। তাদের ভরণ-পোষণ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার যাবতীয় দায়িত্ব দাতার পক্ষ থেকে ফাউন্ডেশন পালন করে থাকে। এতিমের লালন-পালন মানে তাকে যেনতেনভাবে লালন পালন করা নয়; বরং সামর্থ অনুযায়ী (অনেকটা নিজের সন্তানের মতো) তাকে লালন পালন করা উচিত। সেজন্য ফাউন্ডেশন এতিমদেরর জন্য স্পন্সরের পক্ষ থেকে উন্নমানের পানাহার, চিকিৎসা এবং পড়াশোনার বন্দোবস্ত করে থাকে।
শীতবস্ত্র বিতরণ
কনকনে শীতে প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে সহীহ্ তা’লীমুল কুরআন ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে ‘শীতবস্ত্র বিতরণ ও দাওয়াহ কর্মসূচি’।
ইফতার ও খাদ্য বিতরণ
প্রতিবছর রমজান মাসে অসহায় ও দরিদ্র ছিন্নমূল অভাবী সিয়াম পালনকারীরা যেন রামযান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্রদের মাধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যাকারেত অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প
স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে সহীহ্ তা’লীমুল কুরআন ফাউন্ডেশন দরিদ্রদেরকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও উপকরণ-সহায়তা প্রদান করে। বেকার ও অদক্ষ নারী-পুরুষকে দক্ষতা বৃদ্ধির জন্য পৃথকভাবে কারিগরি প্রশিক্ষণ পূর্বক আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করে আত্মনির্ভরশীল করা এ প্রকল্পের উদ্দেশ্য।